ফ্রান্সের লুভ্রের পর এ বার চুরি আমেরিকার ক্যালিফর্নিয়া জাদুঘরে
প্যারিসের লুভ্র জাদুঘরে চুরির ঘটনার রেশ রয়েছে এখনও। এ বার চুরির ঘটনা ঘটল আমেরিকার ক্যালিফর্নিয়ার সংগ্রহশালায়। সেখানকার ওকল্যান্ডের ‘মিউজিয়াম অফ ক্যালিফর্নিয়া’ থেকে পুরনো সোনার অলঙ্কার-সহ প্রায় এক হাজার স্মারক চুরি গিয়েছে। তার মধ্যে রয়েছে নানা পুরাতাত্ত্বিক নিদর্শনও।
ওকল্যান্ড প্রশাসনের তরফে চলতি সপ্তাহে চুরির ঘটনাটি প্রকাশ করা হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, চুরি যাওয়া প্রদর্শন সামগ্রীগুলির মধ্যে বিভিন্ন ঐতিহাসিক শিল্পনিদর্শন ও স্বর্ণালঙ্কার রয়েছে। স্থানীয় পুলিশ-প্রশাসনের তরফে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহায়তায় চুরির তদন্ত চলছে বলে জানিয়েছেন ওকল্যান্ড কর্তৃপক্ষ। মিউজ়িয়াম অফ ক্যালিফর্নিয়ার পরিচালক তথা সিইও লরি ফোগার্টি শনিবার বলেন, ‘‘এই চুরির ঘটনা আমাদের প্রদেশের জনগণকে সাংস্কৃতিক ঐতিহ্য থেকে বঞ্চিত করার এক নির্লজ্জ উদাহরণ। এই সংগ্রহশালার বেশির ভাগ নিদর্শন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা। সেগুলি ফিরে পেতে ওকল্যান্ড সিটি, ওকল্যান্ড পুলিশ বিভাগ এবং এফবিআইয়ের সঙ্গে যৌথ ভাবে কাজ করছে।’’
ঘটনাচক্রে, ওকল্যান্ডের জাদুঘরে চুরির ঘটনা পরে প্রকাশ্যে এলেও আদতে তা ঘটেছে লুভ্র-কাণ্ডের আগে। ফোগার্টির দাবি, গত ১৫ অক্টোবর ভোর সাড়ে ৩টে নাগাদ দিকে চোরেরা জাদুঘর ভবনের ভিতরে ঢুকেছিল। তারা প্রাচীন নেটিভ আমেরিকান ঝুড়ি, হাতির দাঁতের খোদাই কাজ, ড্যাগেরোটাইপ (প্রথম যুগের ক্যামেরা) ছবি, গয়না-সহ বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী এবং কয়েকটি ল্যাপটপ নিয়ে পালায়। প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর লুভ্র জাদুঘরে প্রবেশ করে অ্যাপোলো গ্যালারি থেকে মূল্যবান গয়না চুরি করে চম্পট দেয় চার চোর। ফরাসি রাজপরিবারের গয়না রাখা ছিল ওই গ্যালারিতে। সিসি ক্যামেরার ফুটেজ এবং চুলের নমুনার ডিএনএ পরীক্ষা করে ইতিমধ্যেই দুষ্কৃতীদের গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।


0 মন্তব্যসমূহ